শিরোনাম
"খাদ্যজনিত অসুস্থতা এবং স্বাস্থ্য বিপত্তি নিরসনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব: প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক সেমিনার আয়োজিত
বিস্তারিত
অদ্য ৩০/০৩/২০২৪ইং তারিখে, বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষ, সিলেটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক "খাদ্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিরসনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্বঃ প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ।
জনাব দেবজিৎ সিংহ,
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সিলেট।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব আবু নূর মো: শামসুজ্জামান, সদস্য (যুগ্ম সচিব) (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব জাকারিয়া, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এছাড়াও উক্ত সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ক্যাব সভাপতি, চেম্বার অব কমার্স এর প্রতিনিধি, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও ব্যবসায়ী, খাদ্যস্থাপনার ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।